১.৭ গ্রাহাম এর সূত্র : গ্যাস এর ব্যাপন ও অনু ব্যাপন
ও গ্যাস একটি নলে পরস্পর মিশ্রিত হলো। কাচের নলের এক প্রাপ্ত হতে গ্যাস ও অন্য প্রান্ত হতে গ্যাস পরস্পরের দিকে ব্যাপৃত হলো। উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে তথ্যগুলো হলো-
(i) প্রতি একক সময়ে গ্যাস নলের অভ্যন্তরে প্রান্তের দিকে বেশি গমন করে
(ii) প্রতি একক সময়ে গ্যাস নলের অভ্যন্তরে প্রান্তের দিকে বেশি গমন করে
(iii) ব্যাপনের সূত্রের সমীকরণ ব্যবহার করে উপাদান গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
যার আণবিক ভর কম সে তত দ্রূত ব্যাপিত হয়। তাই NH3, HCl এর দিকে গমন করবে।
NH3 এর আণবিক ভর= 17
HCl এর আণবিক ভর= 36.5
আবার, গ্রাহাম এর ব্যাপনের সূত্রের সমীকরণ ব্যবহার করে উপাদান গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়।
একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র দিয়ে সমআয়তনের অক্সিজেন ও একটি অজ্ঞাত গ্যাসের নিঃসরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড ও ৪০ সেকেন্ড সময় লাগে।
উদ্দীপকের আলোকে বলা যায়-
i. অক্সিজেন গ্যাসের ব্যাপন হার বেশি
ii. অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব বেশি
iii. তাপমাত্রা ও চাপ পরিবর্তন করলে ব্যাপন হার পরিবর্তিত হবে
নিচের কোনটি সঠিক?
কোন গ্যাসদ্বয়ের ব্যাপন এর হার সমান?
পানিপূর্ণ একটি পাত্র প্রতি ঘন্টায় 150 mg ওজন হারায়। প্রতি সেকেন্ডে পাত্রটি থেকে কতটি জলীয় বাষ্পের অণু সৃষ্টি হয়?