আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও জাতিসংঘ

IBRD- বর্তমান প্রেসিডেন্ট কে?

IBRD (International Bank for Reconstruction and Development)-এর বর্তমান প্রেসিডেন্ট হলেন আজয় বাঙ্গা। তিনি ২০২৩ সালের ২ জুন এই পদে যোগদান করেন।২০১৬ সালে তিনি ভারত সরকারের পদ্মশ্রী খেতাব লাভ করেন। এছাড়াও তিনি ২০১২ সালে Foreign Policy Association Medal এবং ২০১৯ সালে Ellis Island Medal of Honor সহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও জাতিসংঘ টপিকের ওপরে পরীক্ষা দাও