সেই অস্ত্র
‘অমোঘ’ শব্দের অর্থ কী?
অমোঘ - অব্যর্থ, সার্থক, অবশ্যম্ভাবী ।
“আমরা হিরোসিমা-নাগাসাকির ব্যথিত আত্মা আমরা শান্তি চাই আমরা ভিয়েতনাম ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহিদ আমরা শান্তি চাই ।”
উদ্দীপকের কোন কোন অনুষঙ্গ ‘সেই অস্ত্র’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে নদী কেমন হবে?
ট্রয় নগরী কোথায়?
“পাখিরা নীড়ে ঘুমোবে।”- উক্তিটির মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশিত?