গতি বিষয়ক রাশিমালা
m ভরের একটি বস্তুকে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করার পর ফিরে এল। এখানে g=9.8 ms-2।
তথ্যের ভিত্তিতে বেগ বনাম সময় লেখচিত্র কোনটি?
সময় যখন শুরু হয় তখন নির্দিষ্ট
বেগে বস্তু টি নিক্ষিপ্ত হয়।আবার কিছু
সময় পর বস্তুটি যখন সর্বোচ্চ বিন্দুতে
পৌছায় তখন বেগ শূন্য হয় ফলে লেখটি
X অক্ষকে স্পর্শ করে। আবার যখন
বস্তুটি ফেরত আসে তখন আবার সময়ের
সাথে সাথে বেগ ক্রমশ বৃদ্ধি পায় তখন
লেখটি উর্ধমুখী হয়।
জনাব রহিম ও 1 জন ক্যাডেট একত্রে দৌড়াচ্ছে। ক্যাডেটের ভর রহিমের ভরের অর্ধেক এবং জনাব রহিমের গতিশক্তি ক্যাডেটের গতিশক্তির অর্ধেক। জনাব রহিম যদি তার বেগ বৃদ্ধি করেন, তাহলে তার গতিশক্তি ক্যাডেটের গতিশক্তির সমান হয়।
একটি বস্তুকে vo আদিবেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো। নিচের কোন রাশিটি এর সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করে?
একটি বস্তুকে 4.9 ms-1 বেগে খাড়া ওপরের দিকে ছোড়া হলো। বস্তুটি কতক্ষণ শূন্য থাকবে?
মসৃণ তলে রাখা 1 kg ভরের একটি স্থির বস্তুর উপর 10 N বল অনুভূমিকভাবে প্রয়োগ করা হলো এবং 10s পর বল প্রত্যাহার করা হলো এরপর বস্তুটি 0.5 kg ভরের অপর একটি বস্তুকে আঘাত করে এবং দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর গতির প্রাথমিক দিকের সাথে 60° কোণে বিক্ষিপ্ত হয়।