Poaceae ও Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য

Malvacea গোত্রে পাওয়া যায় -

  1. মুক্তপার্শ্বীয় উপপত্র
  2. একগুচ্ছক পুংকেশর 
  3. অক্ষীয় অমরাবিন্যাস

নিচের কোনটি সঠিক? 

আজিবুর স্যার


মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য:

  • উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেজপূর্ণ (পিচ্ছিল পদার্থযুক্ত)।

  • পুষ্প একক (সাইমোস) এবং সাধারণত উপবৃতিযুক্ত।

  • পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার।

  • পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত।

  • অমরাবিন্যাস অক্ষীয়।

  • পাতায় মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান।

  • দলমণ্ডল টুইস্টেড (পাকানো)।

  • পুংকেশর অসংখ্য, একগুচ্ছক, পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত।

  • ফল বেরি বা ক্যাপসুল বা সাইজোকার্প


Poaceae ও Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো