৪.৫ লা শাতেলিয় নীতি ও শিল্প উৎপাদন
Hopol তাপ
উদ্দীপক অনুসারে সর্বোচ্চ উৎপাদ তৈরি হবে যখন-
i. তাপমাত্রা হ্রাস পেলে
ii. তাপমাত্রা বৃদ্ধি পেলে
iii. চাপ হ্রাস পেলে
নিচের কোনটি সঠিক?
বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। অর্থাৎ, এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়।
লা শাতেলিয়ারের নীতি অনুসারে:
এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা কমালে বিক্রিয়াটি সম্মুখ দিকে (ডান দিকে) যাবে, অর্থাৎ 2B এর উৎপাদন বাড়বে।
তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি পিছনের দিকে (বাম দিকে) যাবে, অর্থাৎ 2B এর উৎপাদন কমবে।
চাপ কমালে বিক্রিয়াটি সেই দিকে সরে যাবে যেদিকে মোল সংখ্যা বেশি, অর্থাৎ উৎপাদের দিকে। তাই, চাপ হ্রাস পেলে সর্বোচ্চ উৎপাদ তৈরি হবে।