৩.৬ জারণ বিজারণ বিক্রিয়া

Cu2++IA+I2 \mathrm{Cu}^{2+}+\mathrm{I}^{-} \rightarrow \mathrm{A}+\mathrm{I}_{2}

উদ্দীপকের বিক্রিয়াটিতে-

i. Cu2+ \mathrm{Cu}^{2+} জারক এবং I \mathrm{I}^{-} বিজারক হিসাবে কাজ করে

ii. A যৌগটি ডাইমার হিসেবে থাকে

iii. Cu2+ \mathrm{Cu}^{2+} I2 \mathrm{I}_{2} এর মোল সংখ্যার অনুপাত 2:1

নিচের কোনটি সঠিক?

DCC 23

বিক্রিয়াটির সমীকরণ

Cu²⁺ + 2I⁻ → CuI₂

বিক্রিয়ায় Cu²⁺ ইলেকট্রন গ্রহণ করে Cu⁺ আয়নে পরিণত হয় । ইলেকট্রন গ্রহণ করায় Cu²⁺ জারক হিসেবে কাজ করে। অন্যদিকে, I⁻ আয়ন ইলেকট্রন দান করে I₂ অণুতে পরিণত হয়। ইলেকট্রন দান করায় I⁻ বিজারক হিসাবে কাজ করে।

(CuI₂) সাধারণত একটি আয়নিক যৌগ।

রাসায়নিক সমীকরণ থেকে দেখা যায় যে, Cu²⁺ এবং I⁻ এর মোল সংখ্যার অনুপাত 1:2। অর্থাৎ, একটি Cu²⁺ আয়নের সাথে দুটি I⁻ আয়ন বিক্রিয়া করে।

৩.৬ জারণ বিজারণ বিক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও