ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA

Mismatch এর কারণে সৃষ্ট রোগ নয় কোনটি?

হিমোফিলিয়া হয় ফ্যাক্টর VIII এবং ফ্যাক্টর IX এর অভাবে।

বাকি সবগুলো রোগ ডিএনএ রেপ্লিকেশনের সময় মিসম্যাচ এর ফলে তৈরি হয়।পরিবেশীয় বিভিন্ন উপাদানের কারণে (UV রশ্মি, বিষাক্ত মৌল, কারসিনোজেনিক পদার্থ ইত্যাদি) DNA-এর

ক্ষত (damage) হতে পারে। এটিও মেরামতের ব্যবস্থা আছে। Mismatch-এর কারণে মানুষের এক ধরনের কোলন ক্যান্সার হয়ে থাকে। মানুষের Xeroderma Pigmentosum নামক এক প্রকার চর্মরোগ হয়ে থাকে। সাধারণত LIV রশ্মি দ্বারা DNA এর যে ক্ষত হয় তা মেরামতের ব্যবস্থা কোনো ব্যক্তিতে না থাকলে রৌদ্রতাপে তার স্কিন ক্যান্সার হতে পারে।

ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA টপিকের ওপরে পরীক্ষা দাও