NaCl এর জলীয় দ্রবনের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না?
NaCl(aq)→Na+(aq)+Cl−(aq)H2O(l)⇌H+(aq)+OH−(aq)
প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করলে,
ক্যাথোডে বিজারণ: 2H+(aq)+2e−→H2( g)
অ্যানোডে জারণ: 2Cl−(aq)−2e−→Cl2 (g)
Na+(aq)+OH−(aq)→NaOH(aq)
সুতরাং NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্নেষণে Na ধাতু উৎপন্ন হয় না।