তড়িত ফ্লাক্স ও গাউসের সূত্র
একটি আধান Q-কে কেন্দ্র করে R ব্যাসার্ধের একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো। ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বহির্মুখী তড়িৎ ফ্লাক্স-
গাউসীয় তত্ত্ব অনুসারে, একটি বন্ধ পৃষ্ঠের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ফ্লাক্স হল ঐ পৃষ্ঠের ভিতরে থাকা মোট চার্জের উপর নির্ভর করে।
একটি অধান ৭-কে কেন্দ্র করে R ব্যাসারধের একটি গোলীয় গাউসীয় তলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ফ্লাক্স হল:
ΦΕ = q/ε0
যেখানে,
• ΦΕ হল তড়িৎ ফ্লাক্স
• q হল অধানের চার্জ
• হল নিউটন-মিটার/কুইলোকুলম্ব
ব্যাসার্ধ দ্বিগুণ হলে, তড়িৎ ফ্লাক্সের মান একই থাকবে। কারণ, তড়িৎ ফ্লাক্স ঐ পৃষ্ঠের ভিতরে থাকা মোট চার্জের উপর নির্ভর করে, যা অধানের চার্জ q- এর উপর নির্ভর করে। ব্যাসার্ধ দ্বিগুণ করলে অধানের চার্জের পরিবর্তন হয় না, তাই তড়িৎ ফ্লাক্সের মানও একই থাকে।
সুতরাং, ব্যাসার্ধ দ্বিগুণ হলে ঐ গাউসীয় তলের মধ্য দিয়ে বহিমূরখী তড়িৎ বলরেখার সংখ্যা একই থাকবে।
বায়ু মাধ্যমে 1C ধনাত্মক আধান থেকে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে ?
এক খণ্ড মেঘে কী পরিমাণ চার্জ আছে তা মাপা যায় কোন সূত্রের সাহায্যে?
তড়িৎ ফ্লাক্সের একক-
2 pF এবং 6 pF ধারক দুটিকে শ্রেণিতে যুক্ত করে 5000 V বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করা হলো।সমবায়টিতে বিভব পার্থক্য কত?