গতির সূত্রাবলীর ব্যবহার সংক্রান্ত

 একটি  ধ্রুবক বল  40 কেজি ভরের একটি বস্তুর উপর স্থিরবস্থা থেকে 6 সেকেন্ড ক্রিয়া করে 18m/s বেগের সৃষ্ট করে। বলের পরিমাণ কত?

a=vut=1806=3ms1F=ma=403=120Na=\frac{v-u}{t}=\frac{18-0}{6}=3ms^{-1}\therefore F=ma=40\cdot3=120N

গতির সূত্রাবলীর ব্যবহার সংক্রান্ত টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

উদ্দীপক-১ : একখানা রেলগাড়ি A স্টেশন হতে ছেড়ে D স্টেশনে গিয়ে থামে। গাড়িখানা যাত্রাপথের প্রথম AB \mathrm{AB} অংশ সমত্বরণে, শেষ CD অংশ সমমন্দনে এবং অবশিষ্ট BC অংশ সমবেগে চলে।

উদ্দীপক-২ : u বেগে এবং α \alpha কোণে নিক্ষিপ্ত প্রক্ষেপকটির কোনো নির্দিষ্ট সময় অন্তে অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব x এবং উলম্ব উচ্চতা y l

একটি গাড়ি সমত্বরণ (uniform accoloration) এ 30 km/hour আদি বেগে 100km পথ অতিক্রম করে 50km/ hour চুড়ান্ত বেগ প্রাপ্ত হয়। গাড়ীটির ত্বরণ (acceleration) কত?

একটি কণা স্থিরবস্থা হতে 2ms22ms^{-2} সমত্বরণে ১ম সেকেন্ডে 1m1mদূরত্ব অতিক্রম করে। পরবর্তী 11সেকেন্ডে কণাটির অতিক্রান্ত দূরত্ব কত? 

মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু 5 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে?