প্রোগ্রামের ধারনা ও কম্পিউটার মেমোরি

 কোন ফাংশনের মধ্যে চলক ঘোষণা করলে ঐ চলক ফাংশনের বাইরে ব্যবহার করা যায় না তাকে কী বলে?

গণিতে চলক বা চলরাশি বলতে এমন একটি রাশিকে বোঝায়, যার মান অজ্ঞাত ও পরিবর্তনশীল এবং এটি কোনো প্রদত্ত সেটের বিভিন্ন মান গ্রহণ করতে পারে। সাধারণত একটিমাত্র বর্ণ দিয়ে একটি চলককে নির্দেশ করা হয়। এর বিপরীতে জ্ঞাত অপরিবর্তনশীল রাশিকে ধ্রুবক বলা হয়।

লোকাল চলক (Local variable) : প্রোগ্রামের ভাষায় কোন ফাংশনের মধ্যে চলক ঘোষণা করলে ঐ চলক ফাংশনের বাইরে ব্যবহার করা যায় না তাকে লোকাল চলক বলে।

প্রোগ্রামের ধারনা ও কম্পিউটার মেমোরি টপিকের ওপরে পরীক্ষা দাও