biometrics and bioinformatics
মানবদেহের কোন বৈশিষ্ট্য বায়োমেট্রিক পদ্ধতিতে ব্যবহার করা হয় না ?
মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক বলে। এ পদ্ধতিতে আঙ্গুলের ছাপ, হাতের রেখা, আইরিশ, মুখমণ্ডলের অবয়ব,কণ্ঠস্বর , ডিএনএ(রক্ত, চুল, আঙ্গুলের নখ, মুখের লালা) শনাক্তকরণের মাধ্যমে কোন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় । শরীরের মাপ দিয়ে কোন ব্যক্তিকে অদ্বিতীয় ভাবে সনাক্ত করা যায় না।
মলিকুলার পর্যায়ের বিভিন্ন ধারণা ও কাজ নিয়ে উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি?
বায়োমেট্রিক পদ্ধতিতে ব্যক্তি শনাক্তকরণে ভিত্তি- i) দৈহিক গঠন ii) আচরণগত বৈশিষ্ট্য iii) বুদ্ধিবৃত্তিক আচরণ নিচের কোনটি সঠিক?
শারীরবৃত্ত বায়োমেট্রিক্স হলো-
i) ফিঙ্গারপ্রিন্ট
ii) ডিএনএ
iii) ব্যক্তির আচরণ
নিচের কোনটি সঠিক?