তাপগতীয় প্রক্রিয়া

 রুদ্ধ তাপীয় পরিবর্তনের ক্ষেত্রে-

i. হঠাৎ সংঘটিত হয়

ii. তাপমাত্রা স্থির থাকে
iii. এনট্রপির পরিবর্তন শূন্য
নিচের কোনটি সঠিক?

DIN.B 21

রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য (Characteristics of Adiabatic Change)

  1. মোট তাপের পরিমাণ স্থির রেখে কোনো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনকে রুদ্ধতাপীয় পরিবর্তন বলে।

  2. এই পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন ঘটে।

  3. এটি একটি অতি দ্রুত প্রক্রিয়া।

  4. এই পরিবর্তনে পাত্রটি তাপ কুপরিবাহী হওয়া প্রয়োজন।

  5. এই পরিবর্তনে পাত্রে চতুষ্পার্শ্বস্থ মাধ্যমের তাপগ্রাহিতা নিম্ন হতে হয়।

  6. আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় পরিবর্তনের সমীকরণ হলো, PV= ধ্রুবক।

  7. রুদ্ধতাপীয় লেখ সমোষ্ণ লেখ হতে অধিক খাড়া।

আমরা জানি, এন্ট্রপির পরিবর্তন, dS=dQ/T রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়,dQ=0; dS=0/T=0 অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য

তাপগতীয় প্রক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও