১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি
বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি নিয়ে ল্যাবরেটরিতে কাজ করার সময়-
i. নিরাপদ চশমা ব্যবহার করা বাঞ্চনীয়
ii. X গ্যাস খেলে মৃত্যু হতে পারে
iii. সেফটি পোশাক পরিধান করা উচিত
নিচের কোনটি সঠিক?
এখানে হলো Gas (colorless), তাই নিরাপদ চশমা ব্যবহার করা বাঞ্ছনীয়।
NH3 গ্যাস খেলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে।
শ্বাসকষ্ট: বুকে জ্বালাপোড়া, শ্বাস নিতে কষ্ট, দ্রুত শ্বাস-প্রশ্বাস, কাশি, শ্বাস নালীতে ফোলাভাব
চোখের সমস্যা: চোখ জ্বালাপোড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, অস্পষ্ট দৃষ্টি
জ্বালাপোড়া: মুখ, গলা, পেটে জ্বালাপোড়া, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া
ত্বকের সমস্যা: ত্বকে ফোলাভাব, লালভাব, জ্বালাপোড়া, পোড়া ভাব
স্নায়ুতন্ত্রের সমস্যা: মাথা ব্যাথা, মাথা ঘোরা, দুর্বলতা, অজ্ঞান হয়ে যাওয়া
কোনটি বিষাক্ত(toxic) নয়?
অব্যবহৃতধাতু নষ্ট করতে দরকার-
i. বিউটানল
ii. ইথানল
iii. মিথানল
নিচের কোনটি সঠিক?
আলোক সক্রিয় রিয়েজেন্ট রাখা হয়-
ল্যাবরেটরিতে বাদামি বর্ণের রিয়েজেন্ট বোতলে রাখা A কেমিক্যাল ব্যবহারের পর শিক্ষার্থী বোতলের মুখের কর খোলা রেখেছিল। শিক্ষক বোতলের মুখে কক লাগাতে বললেন।
A কেমিক্যালটি হতে পারে-