বিশ্বগ্রামের ধারনা
Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?
Oracle Corporation-এর প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন (Larry Ellison), বব মাইনর (Bob Miner), এবং এড ওটস (Ed Oates)। 1977 সালে এই তিনজন মিলে Oracle Corporation প্রতিষ্ঠা করেন, যা মূলত Relational Software Inc. নামে পরিচিত ছিল। পরে 1982 সালে কোম্পানির নাম পরিবর্তন করে Oracle Corporation রাখা হয়।
আমেরিকায় MIT অধ্যয়নরত আবরার তার বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। এক্ষেত্রে আবরার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা গ্রহণ করে। আবরারের বাবা-মায়ের জন্য যোগাযোগ ব্যবস্থা-
i) ফেসবুক
ii) ম্যাসেঞ্জার
iii) স্কাইপি
নিচের কোনটি সঠিক?
আমেরিকা, ইউরোপ কিংবা উন্নতদেশগুলোতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক বিকাশের ফলে তৈরি হয়েছে-
i) বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং
ii) আইসিটি এনাবল্ড কাজ
iii) ডেটা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
প্রশাসনের তথ্য ও প্রযুক্তির ব্যবহারকে কী বলা হয়?
তথ্য প্রযুক্তির বিশ্বায়ন বাস্তবায়নে প্রয়োজন- i) দক্ষতা ii) উপযোগিতা থাকা iii) সক্ষমতা নিচের কোনটি সঠিক?