ভেক্টরের প্রকারভেদ ও সূত্রাবলী
হলে, ও ভেক্টর দুটি-
i. সদৃশ
ii. বিসদৃশ
iii. সমরেখ
নিচের কোনটি সঠিক?
সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে।
কিন্তু A ও B ভেক্টর পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল। তাই এরা সদৃশ ভেক্টর নয়, এরা বিসদৃশ ভেক্টর।
আবার এরা একই রেখা বরাবর কাজ করে বলে এরা সমরেখ ভেক্টর।
ও হলে ভেক্টরদ্বয়—
i. সদৃশ ভেক্টর
ii. বিপ্রতীপ ভেক্টর
iii. পরস্পর লম্ব
নিচের কোনটি সঠিক?
দুটি ভেক্টর ও পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে। ভেক্টরদ্বয় হতে পারে -
সমরেখ ভেক্টর
সমতলীয় ভেক্টর
পরস্পর বিপরীত ভেক্টর
নিচের কোনটি সঠিক?
ভেক্টর যোগ-
বিনিময় সূত্র মেনে চলে
সংযোগ সূত্র মেনে চলে
বণ্টন সূত্র মেনে চলে
নিচের কোনটি সঠিক?
কোনটি ভেক্টর রাশি নয়?