১.২- গ্লাস সামগ্রী ব্যবহার এর নিরাপদ কৌশল
Primary স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে -
প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ : যে সব শুষ্ক রাসায়নিক পদার্থ (১) বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, (২) বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা, সহ বিক্রিয়া করে না, (৩) ওজন নেয়ার সময় রাসায়নিক নিক্তিকে ক্ষয় করে না এবং (৪) তাদের প্রস্তুত দ্রবণ দীর্ঘকাল ঘনমাত্রায় অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন- অনার্দ্র , কেলাসিত অক্সালিক এসিড , পটাসিয়াম ডাইক্রোমেট জারক, (৫) কেলাসিত সোডিয়াম অক্সালেট বিজারক পদার্থ ইত্যাদি।
0.10 molL-1 দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের 0.01 molL-1 দ্রবণ তৈরিতে নিম্নের কোন সেটটি সবচেয়ে বেশি উপযুক্ত?
ল্যাবরেটরিতে কোন এসিডটিকে অন্য সব এসিড থেকে আলাদা রাখা হয় ?
Ca(OH)2 এর দ্রবণ চোখে পড়লে কি দিয়ে ধুতে হয়?
পল-বুঙ্গি ব্যালেন্সের 5 mg রাইভার ব্যবহার করে ব্যালেন্সটির সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত?