প্রাণিজগতের ভিন্নতা, শ্রণিবিন্যাসের ভিত্তি ও নীতি এবং এর প্রয়োজনীয়তা
Scoliodon laticaudus- এর আঁইশ কোন ধরনের?
শ্রেণি-১: Chondrichthyes | ১. তরুণাস্থিময় অন্তঃকঙ্কাল এবং দেহ অসংখ্য ক্ষুদ্ৰ প্ল্যাকয়েড আঁইশ, আবৃত। হেটেরোসার্কেল পুচ্ছ পাখনা। ২. লেজ হেটেরোসার্কাল অর্থাৎ পৌচ্ছিক পাখনার অংশ দুটি অসমান। | Hydrologus collei (র্যাটফিশ) Scoliodon laticaudus (হাঙর মাছ) Plesiobatis daviesi (স্টিং রে) |
কোন প্রাণীটিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়?
শ্রেনিকক্ষে তানিয়া দুটি প্রাণী নিয়ে আসলো যাদের পাখনা রশ্মি বিদ্যমান। সে আরও জানল উক্ত প্রাণীর ন্যায় সকল প্রাণীরই বৈজ্ঞানিক নাম আছে।
উদ্দীপক অনুসারে প্রাণীর বিশেষ নামের প্রবর্তক কে?
কোষ-টিস্যু সংগঠন মাত্রার পর্ব হলো
শ্রেণিবিন্যাসের মাধ্যমে–
নিচের কোনটি সঠিক?