কুয়েরি, অপারেটর সমূহ এবং SQL কমান্ডসমূহ
SQL এর সাহায্যে করা যায়-
i. ডেটাবেজ অবজেক্ট তৈরি
ii. ডেটা কুয়েরি
iii. ডেটা সন্নিবেশ
নিচের কোনটি সঠিক?
SQL (Structured Query Language) এর সাহায্যে সবগুলি কাজ করা যায়:
i. ডেটাবেজ অবজেক্ট তৈরি: SQL ব্যবহার করে টেবিল, ভিউ, ইন্ডেক্স, প্রোসিজার, ট্রিগার ইত্যাদি ডেটাবেজ অবজেক্ট তৈরি করা যায়।
ii. ডেটা কুয়েরি: SQL ব্যবহার করে ডেটাবেজ থেকে ডেটা নির্বাচন এবং অনুসন্ধান করা যায়।
উদাহরণস্বরূপ : SELECT * FROM Employees WHERE Position = 'Manager';
iii. ডেটা সন্নিবেশ: SQL ব্যবহার করে টেবিলের মধ্যে নতুন ডেটা সন্নিবেশ করা যায়। উদাহরণস্বরূপ :INSERT INTO Employees (ID, Name, Position) VALUES (1, 'John Doe', 'Manager');