জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও জিন ক্লোনিং
TPA বলতে কি বোঝায়
TPA হলো Tissue Plasminogen Activator এর সংক্ষিপ্ত রূপ।মানুষের রক্তে এমনিতেই প্লাজমিন এনজাইম থাকে যা Plasminogen অবস্থায় বিরাজ করে প্লাজমিনোজেন নিষ্ক্রিয় (inactive) অবস্থায় থাকে। TPA জমাট রক্ত তরল করার নিষ্ক্রিয় এনজাইম Plasminogen কে সক্রিয় করে তোলে। অর্থাৎ প্লাজমিনোজেনকে কর্মক্ষম অবস্থায় আনতে হলে TPA-এর প্রয়োজন হয় ।
সোলেমান স্যার জীববিজ্ঞান ক্লাসে দুটি প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়েছেন। প্রথম প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের বিভাজনক্ষম অংশ উপযুক্ত আবাদ মাধ্যমে নিয়ে চারা উৎপাদন করা যায়। দ্বিতীয়টির মাধ্যমে কাঙ্খিত অন্য জীবে স্থানান্তর করে উন্নত জীব সৃষ্টি করা যায়।
ইনসুলিনে কয়টি অ্যামিনো অ্যাসিড থাকে ?
সুপার রাইসে কোন ভিটামিন থাকে?