ওয়েবসাইটের প্রকারভেদ, আইপি এড্রেস ও URL

URL-এর অংশগুলো হলো-

i. প্রটোকল নেম

ii. ওয়েব সার্ভারের নেম

iii. ডিরেক্টরি নেম

নিচের কোনটি সঠিক?

RB 17

URL-এর (Uniform Resource Locator) অংশগুলো হলো প্রটোকল নেম, ওয়েব সার্ভারের নেম, এবং ডিরেক্টরি নেম।

i. প্রটোকল নেম: এটি সেই প্রোটোকল নির্দেশ করে যার মাধ্যমে ব্রাউজারটি সার্ভারের সাথে যোগাযোগ করে, যেমন HTTP বা HTTPS।

ii. ওয়েব সার্ভারের নেম: এটি সেই ডোমেইন নেম নির্দেশ করে যেখানে ওয়েব পেজগুলি হোস্ট করা হয়।

iii. ডিরেক্টরি নেম: এটি সার্ভারে ফোল্ডারের পথ নির্দেশ করে যেখানে ওয়েব পেজ বা ফাইল অবস্থিত।

সুতরাং, উত্তরটি হবে: i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

ওয়েবসাইটের প্রকারভেদ, আইপি এড্রেস ও URL টপিকের ওপরে পরীক্ষা দাও