Reading Passage

Where is the monument "Sangshaptak " situated?

JU C 16-17 Set-1

• মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য 'সংশপ্তক' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থিত।

• ভাস্কর হামিদুজ্জামান খান।

• দেশের সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। স্থপতি রবিউল হুসাইন।

উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম :

ভাস্কর

শিল্পকর্ম

নিতুন কুন্ডু

শাবাশ বাংলাদেশ - রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সার্ক ফোয়ারা- কাওরান বাজার।

হামিদুজ্জামান খান

সংশপ্তক - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

স্মৃতির মিনার - জাতীয় বিশ্ববিদ্যালয় ।

আজিজুল হক পাশা

বিজয় কেতন - ঢাকা সেনানিবাস ।

দোয়েল চত্বর- কার্জন হল, ঢাবি।

শাপলা চত্বর -মতিঝিল, ঢাকা।

মৃণাল হক

জননী ও গর্বিত বর্ণমালা - পরীবাগ, ঢাকা।

দুর্জয় - রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা।

Reading Passage টপিকের ওপরে পরীক্ষা দাও