ওয়ারলেস কমিউনিকেশন ও এর প্রয়োজনীয়তা

Wi-Max এর IEEE স্ট্যান্ডার্ড কত?

Wi-max : ১৯৯৮ সালে IEE802.16 প্রুফ ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN)-এর জন্য মানটি আদর্শ হিসেবে গ্রহণ করা হয়। ২০০১ সালে Wi-MAX নামটি ওয়াই- ম্যাক্স ফোরাম ব্যবহার করেন। বর্তমানে আমাদের দেশেও Wi-MAX ব্যবহৃত। হচ্ছে। ওয়াই-ম্যাক্স-এর প্রধান অংশ হচ্ছে

(1) Wi-MAX রেঞ্জ স্টেশন যা ইনডোর ও আউটডোট টাওয়ার নিয়ে গঠিত হয় এবং

(ii) এন্টিনাসহ রিসিভার, যা কোনো কম্পিউটার বা ল্যাপটপ যুক্ত থাকে।

ওয়ারলেস কমিউনিকেশন ও এর প্রয়োজনীয়তা টপিকের ওপরে পরীক্ষা দাও