জলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন প্রক্রিয়া
Z মূলটি সহায়তা করে উদ্ভিদের —
নিচের কোনটি সঠিক?
মাটির নিচে মূল থেকে বিশেষ ধরনের মূল খাড়াভাবে মাটির উপর উঠে আসে বলে এই ধরনের মূলকে শ্বাসমূল বা নিউম্যাটোফোর (pneumatophore) বলে। মূলগুলো ছিদ্রযুক্ত হয়। এই ছিদ্রের মধ্য দিয়ে উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস জিয়া চলে। এছাড়া মূলের অভ্যন্তর ভাগে, বায়ুকুঠুরি বিদ্যমান।
খুলনা, পটুয়াখালী ও সাতক্ষীরা কিছুই এলাকা নিয়ে প্রায় ০.৬১ হেক্টর বনভূমি গঠিত। এ অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীগুলো জোয়ার ভাটায় অভিযোজিত হয়েছে। এরা অন্য এলাকায় জীবন ধারণ করতে পারে না।
উষ্ণ এলাকায় উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য হলো—
মাটি সবসময় কর্দমাক্ত থাকে
এদের পাতাগুলো মসৃণ ও চকচকে দেখায়
কান্ডের নিম্নভাগে ঠেস মূল উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটির পরিবহন টিস্যু গঠনগতভাবে দুর্বল?
"লুকায়িত পত্ররন্ধ্র" পাওয়া যায় কোন উদ্ভিদে?
ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো-
উপরের কোনটি সঠিক?