৪.৬ তড়িৎ দার বিভব এবং ধাতুর সক্রিয়তা সিরিজ
Zn অ্যানোডের সাথে কোন ধাতু ক্যাথোড হিসেবে ব্যবহার করলে সবচেয়ে বেশি তড়িচ্চালক শক্তি পাওয়া যাবে?
যার জারণ বিভব বেশি সেটি অ্যানোড হিসেবে আর যার জারণ বিভব কম সেটি ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়।
সক্রিয়তা সিরিজ হতে জারন বিভবের ক্রম,
Zn>Fe >Ni >Co >Pb
এখানে লেড (pb) এর জারণ বিভাব সবচেয়ে কম তাই এটি ক্যাথোড হিসেবে ব্যবহৃত হবে।