সেপ্টেম্বর ২০২৫
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি?
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত এক গুচ্ছ লক্ষ্যমাত্রা।
• দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ২০০০ সালে জাতিসংঘের ঘোষিত ১৫ বছর মেয়াদী Millennium Development goals এর ৮টি লক্ষ্যমাত্রা ছিল।
• এর মেয়াদ ছিল- ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত।
• ২০১৫ সালের আগস্ট মাসে ১৯৩টি দেশের সম্মতিতে SDGs গৃহিত হয়।
• SDG এর পূর্ণরূপ- Sustanable Development Goals.
• SDG এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
• SDG এর মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৭টিঃ
১. দারিদ্র দূরীকরণ ৩. সুস্বাস্থ্য ও কল্যাণ ৫. লিঙ্গ সমতা ৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানী ৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো ১১. টেকসই নগর ও সম্প্রদায় ১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ ১৫. ভূমির টেকসই ব্যবহার ১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব | ২ ক্ষুদা মুক্তি ৪. মানসম্মত শিক্ষা ৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ৮. কর্মসংস্থান ও অর্থনীতি ১০. বৈষম্য হ্রাস ১২. সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার ১৪. টেকসই মহাসাগর ১৬, শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found