হিসাববিজ্ঞান ১ম পত্র দিনাজপুর বোর্ড ২০২২

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

২০২১ সালের ৩১ জুলাই তারিখে শাফিন ট্রেডার্সের নগদান বইয়ের উদ্বৃত্ত ছিল ২৫,০০০ টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২১,৩২০ টাকা, গরমিলের কারণসমূহ নি¤ড়বরূপ :

(১) দেনাদার কর্তৃক সরাসরি জমাদান ১,৩০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।

(২) ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি ৯,২০০ টাকা।

(৩) মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন ১৫০ টাকা; যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।

(৪) ইস্যুকৃত চেক যা এখনো ভাঙানো হয়নি ৩,৬০০ টাকা।

(৫) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৭৭০ টাকা।


Din.B 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

নিয়ামুল ট্রেডার্সের ২০২১ সালের নভেম্বর মাসে নি¤ড়বলিখিত লেনদেনগুলো সংঘটিত হয় :

নভে. ১ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৪০,০০০ টাকা।

” ৬ নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।

” ১১ ব্যাংকে জমা দেওয়া হলো ২৫,০০০ টাকা।

” ১৬ বাকিতে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।

” ২২ ইসলাম ট্রেডার্সের নিকট হতে ২০,০০০ টাকার পূর্ণনিষ্পত্তিতে ১৯,৮০০ টাকা পাওয়া গেল।

” ২৪ আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ৫,০০০ টাকা।

” ২৬ নাবা ট্রেডার্সকে ১৫,০০০ টাকা দেনার পূর্ণনিষ্পত্তিতে ১৪,৫০০ টাকার চেক প্রদান করা হলো।

” ৩০ বেতন প্রদান ৫,০০০ টাকা।

” ৩০ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৫,০০০ টাকা।


Din.B 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

Din.B 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

ABC কোম্পানি ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে ৬,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছিল। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভঙ্গাবশেষ মূল্য ৬০,০০০ টাকা। প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে।


Din.B 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

Din.B 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show