ICT চট্টগ্রাম কলেজ 2023

প্রশ্ন ·সময় ৩ ঘণ্টা ২০ মিনিট

1. ‘X’ কলেজের ICT ভবনের কম্পিউটার গুলো একটি সার্ভারের নিয়ন্ত্রণ অধিনে সংযুক্ত। 30 kb ডাটা সার্ভার থেকে ক্লাইন্টকে পাঠানো হয় এবং প্রয়োজনীয় ডেটা প্রিন্টারের মাধ্যমে ছাপানো হয়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. রেহানা (4DF)16 টাকায় (3.5)10 ডজন কমলা কিনল।তারমধ্যে (17)10 টি কমলা তার প্রতিবেশীকে দিল।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. নিহাল ও মিফতা দুই বন্ধু। পড়াশোনা শেষ করে নিহাল নিজে একটা ব্যবসায় শুরু করেন। ব্যবসায় পণ্য সামগ্রিক ক্রয় বিক্রয় ও অন্যান্য ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনার জন্য নিজস্ব ওয়েবসাইট ও ইমেইল একাউন্ট খুলে পর্ন দ্রব্যের বিজ্ঞাপন দিয়ে অল্প সময়ে এসে ব্যবসায় উন্নতি ও খ্যাতি অর্জন করে। অপরদিকে মিফতা চাকরির না পেয়ে দীর্ঘদিন বেকার থেকে অবশেষে তার বন্ধুর পরামর্শের স্থানীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই এক বিশেষ উপায়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং নিজে স্বাবলম্বী হতে পেরেছে। মিফতার সফলতার অনুপ্রাণিত হয়ে আশেপাশের বেকার যুবকেরা তাকে অনুসরণ করতে আগ্রহী হলো। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. #include

#include

void main ()   

{

         int a[6] i,S= 0;

         for(i=0; i<=3;i++)

         {

         printf("Type the number.");

         scanf("%d,&a[i];

         S=S+a[i];

         }

         printf("Sum of numbers=%d",S);

         getch();

}


ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show