হিসাববিজ্ঞান ১ম পত্র কুমিল্লা বোর্ড ২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

CB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

জনাব আলী রেজার হিসাব বইতে ২০২০ সালের জুন মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয় :

জুন ১ নগদ উদ্বৃত্ত ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা ।

'' ৩ পণ্য বিক্রয় করা হলো ২৪,০০০ টাকা যার ১০,০০০ টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল।

'' ৬ আদিবার নিকট হতে ২০,০০০ টাকার পণ্য ক্রয় করে

'' ১০ ব্যাংক হতে অফিসের প্রয়োজনে ৬,০০০ টাকা ও ব্যক্তিগত প্রদান ১৪,০০০ টাকা । প্রয়োজনে ২,০০০ টাকা উত্তোলন করা হলো। 

'' ১২ আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হলো ৩,০০০ টাকা ।

'' ১৫ নাসিরের নিকট হতে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।

'' ২০ মালিক কর্তৃক ১,০০০ টাকার পণ্য উত্তোলন করা হলো।

'' ২৫. ব্যাংক সুদ মঞ্জুর করল ৫০০ টাকা। ৩০ সোমার নিকট হতে ১০,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৯,৪০০ টাকার চেক পাওয়া গেল ।

CB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

অন্যান্য তথ্যাবলি : (i) সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায় নাই ২০,০০০ টাকা। (ii) সাপ্লাইজ মজুদ রয়েছে ৬,০০০ টাকা। (ii) প্রতি মাসে বিমা খরচ অতিক্রান্ত হয়েছে ১,০০০ টাকা। (iv) অনুপার্জিত আয় অর্জিত হয়েছে ২০,০০০ টাকা। (v) আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে।

CB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

জনাব মনিরুল একটি দোকানের মালিক। ২০২০ সালের ১ মে তারিখে তার বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত ছিল : নগদ ৪০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৭০,০০০ টাকা, মজুদপণ্য ৬০,০০০ টাকা, প্রদেয় হিসাব ৩০,০০০ টাকা। মে মাসে সম্পাদিত ঘটনাগুলো ছিল নিম্নরূপ :

মে ৩ পণ্য ক্রয় নগদে ৩০,০০০ টাকা, বাকিতে ২৫,০০০ টাকা।

'' ১৩ পণ্য বিক্রয় নগদে ৩০,০০০ টাকা, বাকিতে ২০,০০০ টাকা। ·

'' ২০ মাসিক ১০,০০০ টাকা বেতনে একজন বিক্রয়কর্মী নিয়োগ করেন।

'' ৩১ ভাড়া পরিশোধ করেন ৫,০০০ টাকা।

CB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

মেসার্স অর্পিতা এন্টারপ্রাইজ ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ৪,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন আমদানি করে। এই মেশিনের ওপর আমদানি শুল্ক ও জাহাজ ভাড়া যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা পরিশোধ করে। মেশিনটি ৩১ মার্চ তারিখে ২০,০০০ টাকা ব্যয় করে সংস্থাপন করা হয়। মেশিনটির সম্ভাব্য আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৮০,০০০ টাকা অনুমান করা হয়

CB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show