পদার্থবিজ্ঞান ২য় পত্র রাজশাহী বোর্ড ২০২৩

প্রশ্ন ·সময় ২ ঘণ্টা ৩৬ মিনিট

1.

আলোক তড়িৎ ক্রিয়া পরিক্ষায় সোডিয়াম ধাতব পাতের উপর 0.714 × 1015 Hz কম্পাঙ্কের আলো আপতিত করলে নিবৃতি বিভব 0.65 V. আবার 3.1 × 102 m তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে নিবৃত্তি বিভব 1.69 V।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

M, N এবং S তিনটি রোধ যাদের মান যথাক্রমে 18 Ω, 36 Ω এবং 40 Ω। T রোধটি পরিবর্তনশীল। প্রাথমিক অবস্থায় চাবি K টি খোলা রেখে বাতিটিতে 2 sec সময়ে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করা হয়।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

একটি তাপগতীয় ব্যবস্থায় 14g নাইট্রোজেন গ্যাস 300 C তাপমাত্রায় ও 1 বায়ুমন্ডলীয় চাপে রক্ষিত আছে। স্থিরচাপে এতে তাপশক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35o C হয়। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমোষ্ণ প্রক্রিয়ায় একটি আদি অবসথান হতে একই আয়তনের পরিবর্তন করে কৃতকাজের পরিমাপ করা হলো (R = 8.314 J mol-1 K-1, Cv = 20.8 J mol-1 K-1)।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

একখন্ড রেডিয়ামের ভর 5 g। 1 g রেডিয়াম (88266Ra) হতে প্রতি সেকেন্ডে প্রায় 3.7 × 1010 টি পরমাণু ভেঙ্গে যায়। একজন শিক্ষার্থী হিসাব করে বলল ৬০০ বছর পরেও 2g রেডিয়াম অবশিষ্ট থাকবে।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

একজন নভোচারী রকেটে করে 0.1 c বেগে পৃথিবী হতে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে Y-অক্ষ বরাবর রওয়ানা দেন। চিত্রে রকেটে রক্ষিত একটি আয়তাকার কাগজের টুকরোর গতি নির্দেশিত হয়েছে।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show