ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র কুমিল্লা বোর্ড ২০১৯

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. প্রতায় ইলেক্ট্রনিক্স লি. ক্যালকুলেটর উৎপাদন ও বিক্রয় করে। কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ:

বার্ষিক বিক্রয় (৫,০০০ একক) ২০,০০,০০০ টাকা। এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ২৪০ টাকা। বার্ষিক স্থায়ী ব্যয় ৩,২০,০০০ টাকা। সমচ্ছেদ বিক্রয় (২,০০০ একক) ৮.০০.০০০ টাকা। কোম্পানি ব্যবস্থাপক বার্ষিক ১০,০০,০০০ টাকা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বার্ষিক বিক্রয়ের পরিমাণ ৩.২৫০ একক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।

কুমিল্লা বোর্ড-২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. শাপলা ম্যানুফ্যাকচারিং লি.-এর কাঁচামালের বার্ষিক ১,০০,০০০ একক। প্রতিটি ক্রয়াদেশ প্রদানের খরচ ৪০ টাকা। প্রতি একক কাঁচামাল ক্রয়ে খরচ হয় ২০ টাকা এবং প্রতি একক কাঁচামালের সংরক্ষণ ব্যয় ক্রয়মূল্যের ২০%। ক্রয়াদেশ প্রদানের পর কাঁচামাল গুদামে পৌছাতে ৪ দিন সময় প্রয়োজন হয়। কোম্পানি ২ দিন ব্যবহার করার সমপরিমাণ কাঁচামাল নিরাপত্তা মজুদ হিসেবে সংরক্ষণ করে। মজুদ ব্যবস্থাপক ২,৫০০ একক কাঁচামাল মজুদ থাকা অবস্থায় পুনঃফরমায়েশ প্রদান করেন। কোম্পানির বার্ষিক কার্যদিবস ২৫০ দিন।

কুমিল্লা বোর্ড-২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. চিত্রা লি. ১২% কৃপণ সুদে ১,০০০ টাকা অভিহিত মূল্যের ৫ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে। প্রতিটি বন্ডের বিক্রয়জনিত খরচ ২%। অন্যদিকে গঙ্গা লি. ঋণপত্র অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার মূলধন নিয়ে ব্যবসায় পরিচালনা করে, যার নির্দিষ্ট ব্যয় এবং মূলধনের অনুপাত যথাক্রমে ১২%, ১৪% ও ১৫% এবং ৩০%, ৩০% ও ৪০%। কোম্পানির বিনিয়োগের ওপর আয়ের হার ১৫%। উভয় কোম্পানির কর্পোরেট কর হার ৩০%।

কুমিল্লা বোর্ড-২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. মি. তারা বন্ড বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগের উদ্দেশ্যে ১,০০০ টাকা লিখিত মূল্যের নিম্নোক্ত দুটি বন্ড বিবেচনা করছেন:

মি. তারার প্রত্যাশিত আয়ের হার ১০% এবং তিনি বিচার-বিশ্লেষণ করে ২ বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন।

কুমিল্লা বোর্ড-২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. জনাব শিহাব বিনিয়োগের উদ্দেশ্যে নিম্নোক্ত দুটি কোম্পানির বিগত ৪ বছরের আয় পর্যালোচনা করছেন:

অন্যদিকে জনাব শিহাবের বন্ধু মিরাজ সুরমা লি.-এর শেয়ার ক্রয় করেছেন যেটির বাজার ঝুঁকির মান ১.৪০। উল্লেখ্য বাজার আয়ের হার ১৪% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার ৫%।

কুমিল্লা বোর্ড-২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show