1. উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ID | Name | Address |
---|---|---|
1001 | Anika Azad | Kushtia |
1002 | Shafin Hasan | Dhaka |
1003 | Adnan Jaami | Rangpur |
Table-1
SL | Designation | Address |
---|---|---|
1 | Manager | 40,000 |
2 | Officer | 25,000 |
3 | Accountant | 50,000 |
Table-2
উক্ত টেবিলদ্বয় থেকে যাদের বেতন 40,000 বা তার চেয়ে বেশি তাদের নাম ও পদবী দেখাতে বলা হলো। "খ" নামক ব্যক্তি শর্ত সাপেক্ষে কমান্ড দিয়েই উক্ত কাজটি করে দিল কিন্তু এই প্রক্রিয়ায় একটু বেশি সময় নিচ্ছির। 'গ' নামক ব্যক্তি বললো, একটি গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করলে উক্ত কাজটি অনেকটা দ্রুত হবে তবে ডেটা এন্ট্রিতে একটু বেশি সময় নেবে।
2. আদনান জামী তার মামার কাছে (E)16, (7)৪ সংখ্যা দু'টির যোগফল জানতে চাইল। মামা আদনান জামীকে যোগফল দেখলো এবং বললো কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কর্মকাণ্ড যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে, তাছাড়া যোগের ক্ষেত্রে এক ধরনের সার্কিটও ব্যবহৃত হয়।
3. মি. "X" কম্পিউটারে বসে একটি ব্রাউজার সফটওয়্যার ওপেন (Open) করে প্রথমে তার অ্যাড্রেস বারে একটি এড্রেস লিখে এন্টার (Enter) চাপলো। ফলে একটি মেইল সার্ভিস ওপেন হলো। তারপর সে মেইল সার্ভিস থেকে একটা অ্যাটাচমেন্ট ফাইল ডাউনলোড করলো।
4. ধারাটি দেখ এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : 10, 20, 30, .........., 100
5. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ইনপুট | ইনপুট | আউটপুট |
---|---|---|
P | Q | R |
0 | 0 | 1 |
0 | 1 | 1 |
1 | 0 | 1 |
1 | 1 | 0 |
সত্যক সারণি-১
ইনপুট | ইনপুট | আউটপুট |
---|---|---|
P | Q | R |
0 | 0 | 1 |
0 | 1 | 0 |
1 | 0 | 0 |
1 | 1 | 1 |
সত্যক সারণি-২