1. নিচের উদ্দীপকটি পরে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
ভিশন লিঃ একটি দীর্ঘমেয়াদি প্রকল্পে অধ্যায়নের প্রয়জনে চলিত বছর নগদ লভ্যাংশ প্রদানের পরিবর্তে মালিকগণকে শেয়ার প্রদান করে। কিন্তু মালিকগণের নগদ প্রাপ্তির প্রত্যাশা বেশি হওয়ায় কোম্পানি পরবর্তীতে নির্দিষ্ট মূলধন ব্যয়ের হাতিয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেন।
২২. ভিশন লি. প্রথমে কোন ধরনের শেয়ার ইস্যু করেছিল?
2. কোন সুদের হারে অর্থের বর্তমান মূল্য সবচেয়ে কম হবে?
3. নিচের কোনটির ক্ষেত্রে চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য অধিক হবে?
4. বাজার রহিম ১০০ টাকায় প্রতিটি শেয়ার ক্রয় করে ১২০ টাকায় বিক্রয় করল। তিনি শেয়ার প্রতি ৫টাকা হারে লভ্যাংশ পান। তার মোট আয় এর হার কত?
5. নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও
দেশের একটি সুপ প্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ লিঃ তাদের উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার বাইরে আর একটি প্লান্ট স্থাপন করতে চায়।এজন্য প্রচুর অর্থের প্রয়োজন।
৩. প্রতিষ্ঠানটি তাদের অর্থায়নের জন্য-
i. শেয়ার ইস্যু করতে পারবে
ii. ঋণপত্র ইস্যু করতে পারবে
iii. বাণিজ্যিক পত্র ইস্যু করতে পারবে
নিচের কোনটি সঠিক?