1. জনাব রহমত ব্যবস্থাপনা নিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি তার পারিবারিক জমিতে কৃষি খামার গড়ে তোলার লক্ষ্যে জলসিড়ি কৃষি ব্যাংকের নিকট ঋণের আবেদন করে। জলসিড়ি কৃষি ব্যাংক সকল প্রকার ব্যাংকিং কার্য পরিচালনা করে। জলসিড়ি ব্যাংক জনাব রহমতের প্রস্তাব বিবেচনা করে সহজ শর্তে ও কম সুদের হারের ঋণ মঞ্জুর করে।
2. মহানন্দা ব্যাংক ব্যবসার সম্প্রসারণ এর লক্ষ্যে বড়াল ব্যাংক ও করতোয়া ব্যাংকের ৫১% শেয়ার ক্রয়ের প্রস্তাব দেন। উক্ত ব্যাংকদ্বয় মহানন্দা ব্যাংকের প্রদত্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সহযোগিতা ও সহযোগিতার মাধ্যমে তার ব্যবসা
3. মিসেস অনন্যা একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। তিনি "প্রত্যয় ব্যাংক লিমিটেড" এ একটি হিসাব পরিচালনা করেন যার বিপরীতে একটি সংকেতিক নম্বরযুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক কার্ড পেয়েছেন। এই কার্ড দিয়ে তিনি অর্থ উত্তোলন, পণ্যের মূল্য পরিশোধ প্রয়োজনে খরচ করতে পারেন। তবে মিসেস অনন্যা বীমার প্রিমিয়াম সহ গ্যাস, পানি ও বিদ্যু বিল নিয়মিত পরিষদের ক্ষেত্রে বিদ্যমান সেবার সমস্যায় পড়েছেন। বিষয়টি জানতে পেরে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক মিসেস অনন্যা কে ব্যাংকের ওয়েবসাইটে নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে ব্যাংকিং সেবা গ্রহণের উৎসাহিত করে।
4. জনগণকে বৃহৎ পরিসরে ব্যাংকিংসেবা প্রদান ও মুনাফা অর্জনের লক্ষ্যে "তিস্তা ব্যাংক লিমিটেড" দেশের বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে। নতুন গ্রাহকদের নিকট হতে জামানত গ্রহণ করেছে এবং নির্বিচারের ঋণ প্রদান করেছে। ফলে ব্যাংকটির খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী মূলধনের আদর্শ মান সংরক্ষণ ও সংরক্ষণ না করায় বাংলাদেশ ব্যাংক "তিস্তা ব্যাংক লিমিটেড" এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
5. জনাব শাহিনুর রহমান একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয় হতে ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেন। জনাব শাহিনুরের স্ত্রী তার ২০ বছর মেয়াদে বীমা পলিসি সম্পর্কে জানতেন এবং বীমা কোম্পানিকে তিনি বীমাধবী পেশ করেন। বীমা কোম্পানির সেই বীমাদাবি পরিশোধের ব্যবস্থা করেন।