1. সাকিব তার হিসাবের বই একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায়ের মূলধন ছিল ৬০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা নিম্নরূপ:
উক্ত বছরে জনাব সাকিব নগদ ১৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকার পণ্যদ্রব্য নিজ প্রয়োজনে উত্তোলন করেন।
অন্যান্য তথ্য : ১. ক্যাশ বাক্স হতে চুরি হয়েছে ১৫,০০০ টাকা। কিন্তু হিসাবভুক্ত হয়নি। ২. প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো। ৩. মূলধনের
ওপর ১০% সুদ ধার্য করো।
2. অন্যান্য তথ্য: ১. প্রতি মাসে বিমা খরচ অতিক্রান্ত হয় ৭৫০ টাকা। ২. বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ ৪,০০০ টাকা। ৩. অনুপার্জিত সেবা আয়ের ৬,০০০ টাকা অর্জিত হয়েছে। ৪. আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করো।
3. ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে বেলাল এন্টারপ্রাইজের অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল ৭,০০০ টাকা। ৩০ জুন তারিখে হিসাবভুক্ত অনাদায়ী পাওনার পরিমাণ ৩,০০০ টাকা। উস্ত্র বছরে মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৮,০০০ টাকা, ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ছিল ৯০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ী পাওনা সম্প্রিতি ধার্য করে।
4. মোহনা ট্রেডার্স ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে ২,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ২০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানি হিসাব বন্ধ করে এবং স্থিরকিন্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে।
5. রোজ ট্রেডার্সের ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ:
ফ্রর ৭০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৪০,০০০ টাকা, মূলধন ৮৫,০০০ টাকা, প্রদেয় মোট ২৫,০০০ টাকা, ১০% ব্যাংক ঋণ ৫০,২০০ টাকা, বিমা প্রিমিয়াম ৭,৫০০ টাকা, ভাড়া ৫,০০০ টাকা, সাপ্লাইজ ৮,০০০ টাকা, ব্যাংক জমাতিরিন্ত ১০,০০০ টাকা, সমাপনী মজুদ ৬০,০০০ টাকা, আসবাবপত্র ৮০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১,০০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৮৯,০০০ টাকা, যাতে নগদ ২০,০০০ টাকা, উত্তোলন ৫,০০০ টাকা, নিট আয় ৫৪,৩০০ টাকা, প্রারম্ভিক ব্যাংক জমা ১২,০০০ টাকা।