ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ঢাকা বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

সিলেটের হাওর এলাকায় জেলেরা আর্থসামাজিক কল্যাণের জন্য একটি সমবায় গঠন করেছেন। ২০২০ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমান ছিল নিম্নরূপ-

তারা নূন্যতম হারের সঞ্চিতি তহবিল সংরক্ষণ করেন। মাছ সংরক্ষণে তারা ৪২,০০০ টাকা ব্যয়ে আইস বক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছেন এবং এক্ষেত্রে তারা সঞ্চিতি তহবিল কাজে লাগাতে চাচ্ছেন। 

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

মি. আলম একজন ব্যবসায়ি। তিনি ভরা মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে আলু ক্রয় করেন এবং অল্প খরচে সেগুলো কোল্ডস্টোররেজে সংরক্ষণ করে। মন্দা মৌসুমে নিজের ট্রাকে করে সেগুলো চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন। এতে তার ভালো লাভ হয়। এভাবে তিনি তার ব্যবসায় সফলতা লাভ করে চলছে।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

পহেলা বৈশাখ মানেই বৈশাখী মেলা। আর সাদা লালের ছড়াছড়ি। ইলিশ ও পান্তা ভাতের আয়োজনে বাঁশি ও ঢোলের আয়োজন যেন চিরন্তন প্রথা। এ উৎসবকে রাঙাতে বাঙালীরা নিত্য নতুন পণ্যের পসরা নিয়ে বাজারে আসেন। বছরের অন্যান্য মাসের তুলনায় এই সময় কিছু পণ্য ও সেবার বিক্রয় অভাবনীয়ভাবে বেড়ে যায়। এদিনকে উপলক্ষ করে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের উৎসব ছুটি ও বোনাস ঘোষণা করা হয়। এমনকি এ সময় ব্যবসায়ীদের অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখতে দেখা যায়। সব মিলিয়ে পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবের পরিণত হয়।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

কামাল কলেজের কাছে একটি মনিহার দোকান পরিচালনা করেন। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসাটি লাভজনক হয়ে ওঠে। সে এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার কিনে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তাকে সাহায্য করার জন্য সে মাসিক নির্দিষ্ট অর্থের বিনিময়ে তার ছোট ভাইকে এ কাজে নিয়োগ দেন। বছরান্তে কামলের ভাই মুনাফা দাবি করেন।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

মি. নয়ন বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সমাপ্তি মেডিকেল কোম্পানির মালিক। তিনি ব্যবসার সাথে সাথে সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত। তার কারখানায় বর্জ নদীতে সরাসরি না ফেলে নিষ্কাশনের ব্যবস্থা করেন। অন্যদিকে লিটন ট্যানারির মালিক কারখানার বর্জ্য সরাসরি নদীতে ও আশেপাশের জমিতে ফেলে পরিবেশ দূষণ করছে। এলাকাবাসী বণিক সমবায় সমিতিতে লিটন ট্যানারির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show