Psychology 2nd Paper আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024

প্রশ্ন ·সময় ৩ ঘণ্টা ২০ মিনিট

1. আরমান বাবা-মা ভাইবোনের সান্নিধ্যে বেড়ে উঠেছে। বাবা-মা-এর আদর্শে বেড়ে উঠা আরমান আজ সমাজে প্রতিষ্ঠিত। পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন সবাই আরমানের খুব প্রশংসা করে

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. নীলার বয়স ১০ বছর। বুদ্ধি পরিমাপের জন্য তার বাবা তাকে মনোবিজ্ঞানীর কাছে নিয়ে গেল। দেখা গেল সে ১০ বছর উপযোগী সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। এরপর সে ১১ বছরের ৩টি, ১২ বছরের ২টি ১৩ বছরের ১টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। অন্যদিকে নীলার ভাই রকিব-এর বুদ্ধ্যংক ৬৫

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. সুমন সজল সহপাঠী। তারা ব্যক্তিত্ব পরিমাপের জন্য মনোবিজ্ঞানীর কাছে গেলে মনোবিজ্ঞানী সুমনকে কতগুলো কার্ডের মাধ্যমে ছবি দেখান এবং এর ভিত্তিতে একটি গল্প লিখতে বললেন। আর সজলকে সামনা সামনি বসিয়ে কিছু প্রশ্ন করেন

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. বিষয়- : সরোয়ার একজন গবেষক। তিনি কোনো বিষয় নিয়ে গবেষণা করার সময় পরীক্ষণ পাত্রদের এমনভাবে ভাগ করেন যাতে দুটি দল সব দিক থেকে সমান হয়। অন্যদিকে তার সহকর্মী সজীব কোনো সমস্যার সমাধানের পূর্বেই সেই সমস্যার একটি আপাত সমাধান দিয়ে থাকেন

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. বার্ষিক পরীক্ষা শেষে লিপির বান্ধবীরা সবাই মিলে একদিন পিকনিকের আয়োজন করে। ঠিক সেই দিনই তার চাচাতো, মামাতো ভাই বোনেরা সবাই মিলে একসাথে ঘুরতে যাবার আয়োজন করেছে। লিপি কোথায় অংশগ্রহণ করবে বুঝতে পারছে না। অন্যদিকে লিপির ভাই ফাহাদের সামনে এইচ.এস.সি. পরীক্ষা। সে প্রতিদিন বিভিন্ন কোচিং পড়াশুনায় ব্যস্ত থাকে। তাই সে ভীষণ ক্লান্ত থাকে। ঝিমুনিভাব আসে মাথা ব্যাথা করে

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show