Economics 2nd Paper সোনার বাংলা কলেজ 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে বিদ্যমান সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ অনেক বেশি। এজন্য বিভিন্ন সমস্যা যেমন- জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য ঘাটতি, বেকারত্বসহ ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। তবে সাম্প্রতিককালে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে জনসংখ্যা সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধানের চেষ্টা করা হচ্ছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. আধুনিক বিশ্বে মানুষ বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার শীর্ষে অবস্থান করলেও কোনো দেশেই দ্রব্য সেবা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। 'A' দেশ তার উৎপাদিত পণ্য নিজ দেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের বাজারে বিক্রি করে অন্য দেশের পণ্য নিজ দেশের জন্য ক্রয় করে। কিন্তু 'B' দেশ তার উৎপাদিত পণ্য দেশের অভ্যন্তরে ক্রয়-বিক্রয় করে। উভয় দেশের মধ্যে 'A' দেশের সম্পদের পূর্ণ ব্যবহার হয় ভোক্তারা বিভিন্নভাবে উপকৃত হয়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. জাহিদ সাহেব অনেক দিন হলো বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সম্পৃক্ত। তিনি লক্ষ করেন বাংলাদেশ থেকে আগে কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য রপ্তানি হলেও বর্তমানে তৈরি পোশাক নিটওয়্যার, হিমায়িত খাদ্য ইত্যাদি অধিক রপ্তানি করা হচ্ছে। তবে এক্ষেত্রে পণ্যের মান সঠিক সময়ে পণ্য জাহাজিকরণ, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি সমস্যা দেখা দিয়েছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

কৃষি উপখাত

 ২০১৪-১৫

 ২০১৮-১৯

. শস্য শাকসবজি

.৮৩

.৭৫

. প্রাণীজ সম্পদ

.০৮

.৪৭

. বনজসম্পদ

.০৮

.৫৮

মৎস সম্পদ

.৩৬

.২৯

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. জাবেদ স্যার জনসংখ্যা নিয়ে আলোচনা করছিলেন। তিনি আলোচনায় 'A' এবং 'B' দেশের কথা বললেন। যেখানে A B দেশ দুটির আয়তন যথাক্রমে ১৭৩২০ বর্গ কিলোমিটার এবং ২৩৪২৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা যথাক্রমে ,৫৬,৭৪,৬০০ জন এবং ,৫৩, ৪৮, ৩২৫ জন। তিনি আরও বললেন কোনো দেশের জনসংখ্যার পরিমাণ সে দেশের জলবায়ু, জীবনত্রাযা, ভূমির প্রকৃতি, সম্পদের সহজলভ্যতা ইত্যাদি বিষয়ের ওপর নির্ভরশীল।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show