1. নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মুসলিম চৌধুরী একজন মহান শাসক ছিলেন। মুসলিম | চৌধুরী ধর্মভীরু শাসক হলেও পরধর্মের প্রতি তিনি খুবই | সহনশীল ছিলেন। তিনি অমুসলিমদের ওপর থেকে করের বোঝা কমিয়ে দেন ।
২৪.উদ্দীপকের শাসক নিচের কোন শাসকের প্রতিচ্ছবি?
2. নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রহমতপুর গ্রামে বসবাসকারী বিভিন্ন বংশের লোকদের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকে, যা কখনো কখনো চরম আকার ধারণ করে। এরূপ অবস্থা দেখে খান সাহেব তার বন্ধুদের নিয়ে গ্রামে একটি শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন।
১১. খান সাহেবের প্রতিষ্ঠিত শান্তিসংঘের সাথে মিল রয়েছে -
5. 'আইয়ামে জাহেলিয়া' বলতে বোঝায়—
i. অজ্ঞতার যুগ
ii. তমসার যুগ
iii. অন্ধকারের যুগ
নিচের কোনটি সঠিক?