Geography 2nd Paper নটরডেম কলেজ 2024 CQ

প্রশ্ন ·সময় ৩ ঘণ্টা ২০ মিনিট

1.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. . মনোয়ারা খাতুন IRRI এর গবেষক। তিনি এমন একটি ফসল নিয়ে গবেষণা করছেন যেটির বিজ্ঞানসম্মত নাম 'ওরাইজা স্যাটাইভা'

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. বিশ্বের জনসংখ্যা অবস্থান্তর একটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। প্রথম ধাপে জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি হয়ে থাকে। এর প্রধান কারণ জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে অসচেনতা এবং বিভিন্ন ব্যাধির প্রাদুর্ভাব। পরবর্তীতে বিজ্ঞান প্রযুক্তির অভূতপূর্ব সাফল্যের ফলে জন্মহার মৃত্যুহার একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছায়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. রংপুরের রহিমা তার এলাকায় প্রাপ্ত খনিজের উত্তোলন ইটভাটায় সেটির ব্যবহার দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু সে ঢাকায় এসে অন্য একটি খনিজের রান্নায় ব্যবহার দেখে' অত্যন্ত মুগ্ধ হয়। এই খনিজটি অধিকাংশই শিল্প কারখানায় বিশেষ করে কৃষিকাজের প্রয়োজনীয় সার তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. দৃশ্যকল্প-:

 

দৃশ্যকল্প-: রেজা শীতের ছুটিতে দূরপ্রাচ্যের একটি দেশে ভ্রমণ করতে গেল যেটি ২৪° উঃ থেকে ২৬° উঃ এবং ১২২° পূঃ থেকে ১৪৬° পূঃ দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show