1. ড. রেজাই স্যার অর্থনীতির ক্লাসে সরকারের আয়-ব্যয় আলোচনা করছিলেন। তিনি ছাত্রদের বলেন, সরকার দেশ পরিচালনায় উন্নয়ন ও অনুন্নয়ন খাতে প্রচুর অর্থ ব্যয় করেন। এসব অর্থ সংগ্রহ সরকার আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি-রপ্তানি কর, বিক্রয় কর আরোপ করে থাকেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন। প্রয়োজনে নতুন টাকা ছাপিয়ে অর্থের ব্যবস্থা করেন। বৃহৎ আকারে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সরকার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করেন। কিন্তু ঐ সব প্রতিষ্ঠানের শর্ত পূরণ খুব কঠিন হয়ে পড়ে। তাই উন্নয়ন কার্যক্রম ধীরগতিতে বাস্তবায়ন হয়। অথচ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু প্রকল্প দ্রুত বাস্তবায়ন হচ্ছে।
2. রনজু মিয়া একজন সাধারণ অশিক্ষিত কৃষক। তিনি তার নিজের জমি সনাতন পদ্ধতিতে চাষ করেন। এতে বেশি ফসল পান না। টেলিভিশনে তিনি কৃষির ওপর একটি প্রতিবেদন দেখে জানতে পারেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদশীলতা বহুগুণ বেড়েছে, এতে খাদ্য ঘাটতি সমস্যার সমাধান হয়েছে।
3. সালাম সাহেব 'X' দেশে বাস করেন। তার দেশের ২০২২ এবং ২০২৩ সালের বিভিন্ন ভোগ্যদ্রব্যের দাম এবং পরিমাণের তালিকা নিম্নরূপ:
ভোগ্য দ্রব্য |
২০২২ সাল |
২০২৩ সাল |
|
দাম (টাকা) Po |
পরিমাণ (কেজি) Qo |
দাম (টাকা) Pn |
|
আলু |
৩০ |
৩৫ |
8০ |
ডাল |
১৮০ |
১০ |
১২০ |
তেল |
১৫০ |
৫ |
২০০ |
বিবিধ |
৫০ |
১২ |
৬০ |
দেশটির সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার তাগিদে ব্যাংক হার, সঞ্চয়পত্রের উপর সুদের হার, নগদ রিজার্ভের অনুপাত বৃদ্ধি করে এবং পরোক্ষ করের হার কমিয়ে দেয়।
4. রামিজার বাড়ি রাজশাহীতে। তারা আট ভাইবোন। রামিজা এসএসসি পাস করার পর সংসারে অভাব-অনটনের কারণে ঢাকাতে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানে ৮০% এার ওপরে নারী শ্রমিক কাজ করে। তৈরি পোশাক খাত থেকে বর্তমানে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়। তাই বাংলাদেশের অর্থনীতি এখন গতিশীল।
5. X একটি অনুন্নত দেশ। সে দেশের জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের পরিমাণ নিচে দেওয়া হলো-
বছর |
১৯২৫ |
১৯৫০ |
১৯৭৫ |
২০২৫ |
জনসংখ্যা |
২ |
8 |
৮ |
৩২ |
খাদ্য উৎপাদন |
২ |
৩ |
8 |
৬ |