1.
বাফার দ্রবণ কাকে বলে?
আলমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন?
উদ্দীপক পরমাণুর ১ম কক্ষপথের ব্যাসাধ্য 0.5292 A এই কক্ষপথে ঘূর্ণনশীল ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় কর।
উ্দীপক পরমাণুর যে বর্ণালি সিরিজগুলো পাওয়া যায় তাদের ১ম তিনটির প্রকৃতি কেমন- তা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
2.
X→1s22s22P63s23s23p63d63d104s2 X \rightarrow 1 s^{2} 2 s^{2} 2 P^{6} 3 s^{2} 3 s^{2} 3 p^{6} 3 d^{6} 3 d^{10} 4 s^{2} X→1s22s22P63s23s23p63d63d104s2
MRI এর পূর্ণরূপ লিখ।
2d অরবিটাল সম্ভব কিনা দেখাও।
NaOH দ্রবণ ব্যবহার করে জলীয় দ্রবণে X এর স্থিতিশীল আয়নকে শানাক্ত করা সম্ভব, তা সমীকরণসহ বর্ণনা কর।
উদ্দীপক পরমাণুর 14 ও 17 ইলেকট্রনদ্বয় পলির বর্জনীতি মেনে চলে- ব্যাখ্যা কর।
3.
period group
15
16
17
1st
X
B
2nd
Y
A
আলফা রশ্মি কী?
দেখাও যে, অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতিকে অনসিরণ করে।
AB6 যৌগ কি গঠিত হয়? কারণসহ দোখাও।
X নিষ্ক্রিয় অণু গঠন করে, কিন্তু Y অত্যন্ত সক্রিয় অণু গঠন করে। যুক্তিসহ কারণ ব্যাখা কর।
4. CH2CH2OH+O2→ Acetobacter A \mathrm{CH}_{2} \mathrm{CH}_{2} \mathrm{OH}+\mathrm{O}_{2} \xrightarrow{\text { Acetobacter }} \mathrm{A} CH2CH2OH+O2 Acetobacter A
ফুড অ্যাডিটিভস কী?
Be এর ১ম আয়নিকরণ শক্তির মান B অপেক্ষা বেশি কেন?
আখের রস থেকে A এর শিল্পোৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
A দ্বারা খাদ্য সংরক্ষণের মৌশল এবং খাদ্য সংরক্ষণে এর গুরুত্ব ব্যাখ্যা কর।
5.
1
14
Z
ফুড লেকার কী?
NH4Cl অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে?
Y2X2 অণুতে অরবিটাল সংকরণ চিত্র সহ বর্ণনা কর।
X2Z এবং X3Z+ এর মাধ্যে সংকরণ একই হলেও এদের আকৃতি ও বন্ধন কোণ পাথ্যক্য রয়েছে- বক্তব্যটি যুক্তিসহ ব্যাখ্যা কর।