1. মি. হাসনাত ও ফরহাদ হোসেন দুই বন্ধু এবং বাংলাদেশের নাগরিক ।
মি. হাসনাত রাষ্ট্রের প্রতি তার করণীয় সম্পর্কে সচেতন। তিনি নির্বাচনে ভোটদানের পাশাপাশি নিয়মিত কর প্রদান করেন। কিন্তু ফরহাদ হোসেন এসব বিষয়ে উদাসীন। সম্প্রতি তিনি তার প্রতিবেশীকে প্রহার করায় আদালত কর্তৃক প্রদত্ত শাস্তি ভোগ করছেন।
2. মার্কিন রাষ্ট্রপতি শাসন বিভাগের প্রধান হলেও তার ক্ষমতা নিরঙ্কুশ নয় । আইন বিভাগ ও বিচার বিভাগ রাষ্ট্রপতির ক্ষমতায় যৌক্তিক নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। বস্তুত আইন, শাসন ও বিচার বিভাগ পরস্পরের উপর নিয়ন্ত্রণ আরোপ করে মার্কিন শাসন ব্যবস্থার গতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করে ।
4. জাফর ও জাহিদ একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দুইজন দুই আলাদা সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাফরের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। অন্যদিকে জাহিদের সংগঠনটি নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে এবং তারা সরকারি সিদ্ধান্তসমূহকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে ৷
5. ড. শাকিল ও ড. জাকির রাষ্ট্রবিজ্ঞানের গবেষক। এক সেমিনারে বক্তব্যে ড. শাকিল বলেন, পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় জাতীয়তাবাদের একটি বিশেষ উপাদানকে ভিত্তি করে। ড. শাকিলের বক্তব্যকে সমর্থন করে ড. জাকির বলেন, কোনো রাষ্ট্র সৃষ্টিতে ঐ একটি উপাদানই যথেষ্ট নয় । তাহলে পাকিস্তান রাষ্ট্রটি ভেঙে পড়ত না।