উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র দিনাজপুর বোর্ড ২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

জনাব শফিক দেশে অধিকাংশ সময় গরমকাল থাকার কথা মাথায় রেখে নিজস্ব কারখানায় ইলেকট্রিক ফ্যান উৎপাদন করে দেশব্যাপী বিক্রির ব্যবস্থা করেন। প্রথমদিকে তিনি পরিসংখ্যানিক মাননিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করেন। পণ্যের মান নিম্ন হওয়ায় তিনি কাঙ্ক্ষিত সফলতা অর্জনে ব্যর্থ হন। পরবর্তীতে পণ্য উৎপাদনের ক্ষেত্রে শফিক সাহেব প্রথমেই মান ঠিক করে এবং সে মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এতে তার উৎপাদিত ফ্যান বিক্রি ব্যাপকহারে বৃদ্ধি পায়।

Dinj.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

জনাব আঃ হাকিম তার আয় হতে একটি নির্দিষ্ট অংশ মাসিক ১০,০০০ টাকা হারে একটি ডিপিএস-এর মাধ্যমে সোনালী ব্যাংকে ১০ বছর যাবৎ টাকা জমা করেন। এ জমাকৃত টাকা তিনি উত্তোলন করে ২০১৮ সালে ৫টি ইজিবাইক ক্রয় করেন। এবং এগুলো গণপরিবহন হিসেবে ময়মনসিংহ সিটি এলাকায় ভাড়া খাটান। এ ব্যবসায়ের সফলতা দেখে তিনি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণপূর্বক আরও ৮টি ইজিবাইক ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন।


ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

মি. বারী ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তিনি উপকরণাদির কার্য বা বৈশিষ্ট্য অনুযায়ী সেগুলোকে সজ্জিত করেন। পাশাপাশি তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেন কর্মীদের আগমন ও প্রস্থানের জন্য পর্যাপ্ত সিঁড়ি ও বিকল্প জায়গা, পর্যাপ্ত আলো বাতাস, সেই সাথে তিনি বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক নির্দিষ্ট জায়গাগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করেন এজন্য প্রতিষ্ঠানের কর্মরত কর্মীরা খুব খুশি। তাই তারা নিজ নিজ কার্য সম্পাদনে দক্ষতার পরিচয় দিচ্ছে। এতে প্রতিষ্ঠানও লাভবান হচ্ছে।

Dinj.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

দৃশ্যকল্প-১ : জনাব প্রাণ 'প্রাণ বিল্ডার্সের মালিক। সম্প্রতি 'প্রাণ বিভার্সের' ঢাকার মতিঝিলে একটি বহুতল কর্পোরেট অফিস ভবনের কাজ পান। কাজের সুবিধার্থে তিনি প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক, রড, পাথর, সিমেন্ট, ইট, বালু ও যন্ত্রপাতি প্রকল্প এলাকায় মজুত করেন। যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে বিল্ডিং-এর নির্মাণ কাজ সম্পন্ন করতে সক্ষম হন।

দৃশ্যকল্প-২ : জনাব রহিম নিম্নোক্ত বিন্যাস অনুসরণ করে ব্যবসায়ে প্রতিযোগী অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অধিকতর সফলতা অর্জনে সক্ষম হন।

Dinj.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

জনাব হাসান একটি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটি মাসে সর্বাধিক ৫ হাজার একক উৎপাদন করতে পারে। প্রতিষ্ঠানটি বর্তমানে ৪ হাজার পর্যন্ত পণ্য উৎপাদন করে। উৎপাদনের এ স্তরে এককপ্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়। বাজারে পণ্যের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় জনাব হাসান আরও ৭০০ একক পণ্য উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু এই বাড়তি উৎপাদনের ক্ষেত্রে এককপ্রতি উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে।

Dinj.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show