হিসাববিজ্ঞান ২য় পত্র কুমিল্লা বোর্ড ২০১৭

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. মাসকুরা কোম্পানি লি.-এর ২০১৫ সালের জুলাই মাসের তথ্য নিম্নরূপ :

বিক্রয় ৪,৮০,০০০ টাকা

নিরাপত্তা মার্জিন অনুপাত ৩৩ ১/৩ %

কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৪০%

কুমিল্লা বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. লালন শাহ কোম্পানি লি. প্রতি শেয়ার ১০ টাকা করে ১০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল নিম্নরূপ:

সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ১,২০,০০০ টাকায় মূল্যায়ন করা হলেও তার বাজার দর ১,৪০,০০০ টাকা। ২. প্রাপ হিসাবের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ৫% সঞ্চিতি কাটতে হবে। ৩. মজুরি ৩,০০০ টাকা বকেয়া আছে পক্ষান্তরে ভাড়া ১০,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। ৪. আসবাবপত্রের ও যন্ত্রপাতির উপর যথাক্রমে ১০% ও ৮% অবচয় ধরতে হবে। ৫. সাধারণ সঞ্চিতি ২৫,০০০ টাকয় উন্নীত করতে হবে।

কুমিল্লা বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য তরুণ পদের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নরূপ:

তরুণ সংঘ

প্রাপ্তি ও প্রদান হিসাব

ডিসেম্বর ৩১, ২০১৬

২০১৬ সালের ১ জানুয়ারি সংঘের সম্পদ ছিল : বিনিয়োগ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা, খেলার সরঞ্জাম ২০,০০০ টাকা । অন্যান্য তথ্য : ১. প্রাপ্ত চাঁদার ২৫% বিগত বছরের এবং ২৫% পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা এখনও ১০,০০০ টাকা অনাদায়ী আছে। ২. প্রারম্ভিক আসবাবপত্রের উপর ১০% অবচয় এবং বিনিয়োগের উপর ১০% সুদ ধরতে হবে। ৩. প্রবেশ ফি এর ১০,০০০ টাকা পর্যন্ত মূলধন জাতীয় এবং অবশিষ্ট ২,৫০০ টাকা মুনাফা জাতীয় আয় বলে গণ্য করতে হবে।

কুমিল্লা বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. আজাদ লি.-এর ২০১৬ সালের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ ও চলতি দায় নিম্নরূপ :

অন্যান্য তথ্য : ১. ২০১৬ সালের নিট আয় ২০,০০০ টাকা। ২. একটি পুরাতন আসবাবপত্র ২৫,০০০ টাকা বিক্রয় করা হয় যার ক্রয়মূল্য ছিল ৩২,০০০ টাকা এবং অবচয় ৩,০০০ টাকা। ৩. পুরাতন যন্ত্রপাতির বিক্রয়জনিত লাভ ২,০০০ টাকা। ৪. ২০১৬ সালের স্থায়ী সম্পত্তির অবচয় খরচ ছিল ১৩,০০০ টাকা।

কুমিল্লা বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. রহমান কোম্পানি লি.-এর ২০১৬ সালের তথ্য নিম্নরূপ:

কুমিল্লা বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show