1.
জনাব রিফাত একটি পোশাক কারখানার মালিক। তিনি তার কোম্পানির ১০০ জন শ্রমিকের জন্য একটি বিমাপত্রের আওতায় সুরমা বিমা কোম্পানির সাথে একটি বিমাচুক্তি করেন। অপরদিকে তার বন্ধু জনাব সজীব পদ্মা বিমা কোম্পানিতে ৩ বছর মেয়াদি একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। বিমাপত্র অনুযায়ী তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি পাবেন কিন্তু জীবিত থাকলে কোনো বিমাদাবি পাবেন না। তার বন্ধু জনাব রিফাত তাকে এমন পলিসি গ্রহণ করতে বলেন যাতে তিনি মেয়াদকালীন সময়ে মারা গেলে তার নমিনী বিমাদাবি পাবেন এবং মেয়াদ উত্তীর্ণ হলেও তিনি বিমাকৃত অর্থ ফেরত পাবেন। অতঃপর তিনি এই নতুন বিমাপত্রটি গ্রহণ করেন।
2.
জনাব জাহিদের জরুরি কাজে নগদ অর্থের প্রয়োজন পড়লে তিনি তার ইলেকট্রনিক কার্ড নিয়ে ATM বুথে খান। কার্ডটি বুথে প্রবেশ করানো মাত্রই তার হিসাবে প্রয়োজনীয় অর্থ না থাকায় বিষয়টি মনিটরে প্রদর্শিত হয় এবং কার্ডটি বেরিয়ে আসে। পরবর্তীতে তিনি তার এক ব্যাংকার বন্ধুর কাছে গেলে তাকে এক বিশেষ কার্ডের কথা বলেন, যা দিয়ে তিনি তার হিসাবে প্রয়োজনীয় টাকা না থাকলেও বুথ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমার অতিরিক্ত উত্তোলন করতে পারবেন। অবশেষে তিনি এই বিশেষ কার্ডটি ব্যাংক থেকে গ্রহণ করেন।
3.
জনাব শিপন একজন কাপড় ব্যবসায়ী। কাপড় কেনাবেচার অর্থ তিনি চেকের মাধ্যমে লেনদেন করেন। তিনি তার এক পাওনাদার জনাব 'X' বরাবর একটি চেক ইস্যু করেন যেখানে “কেবল জনাব 'X' কে প্রদেয়” কথাটি লেখা ছিল। আবার তিনি অন্য এক পাওনাদার মি. 'Y' কে একটি চেক ইস্যু করেন যার বাম কোণে আড়াআড়িভাবে দুটি দাগ টানা ছিল এবং দাগের মধ্যে “করতোয়া ব্যাংক প্রাপকের হিসাব” কথাটি উল্লেখ ছিল।
4.
জনাব সজল তার ব্যক্তিগত ব্যবহৃত গাড়িটি ২০ লক্ষ টাকায় বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জনাব সজল বিমাদাবি পেশ করলে বিমা প্রতিষ্ঠান সম্পূর্ণ অর্থ বিমাদাবি হিসেবে পরিশোধ করেন। আবার বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটি ১০,০০০ টাকায় বিক্রয় করে তার সম্পূর্ণ অর্থ গ্রহণ করে। কিন্তু জনাব সজল ক্ষতিগ্রস্ত গাড়ির বিক্রয়লব্ধ অর্থ দাবি করলে বিমা কোম্পানি তা পরিশোধে অস্বীকৃতি জানায় ।
5.
জনাব রফিক চেকটি পেয়ে অধিকতর নিরাপত্তার কথা ভেবে তা ব্যাংক কাউন্টার থেকে না ভাঙিয়ে চেকের বামদিকে দুটি সমান্তরাল রেখা টেনে তাতে 'Acc payee' কথাটি লিখে কর্মচারীর মাধ্যমে ব্যাংকে পাঠালেন