1. ঢাকার অক্ষাংশ 23° উত্তর। পৃথিবীর আহ্নিক গতি না থাকলে ঢাকায় g এর মান কতো বৃদ্ধি পেতো?
2. ভূস্থির উপগ্রহের গতির দিক কোনদিকে?
3. দূর্বল নিউক্লিয় বলের পাল্লা কত?
4. মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা-
5. 1 টি হ্রদের গভীরে থাকে বুদবুদের ব্যাস 4 mm। হ্রদের গভীরতা 3m। যখন বুদবুদটি হ্রদের উপরিতলে আসে, বুদবুদের ব্যাস হয় 4.4mm। যদি হ্রদের উপরিতলে তাপমাত্রা 36°C, তাহলে হ্রদের গভীরে তাপমাত্রা কত? [বায়ুচাপ=-76 cmHg]