1. কুরআন ও হাদিসের নির্দেশনা বুঝে আমল করা সাধারণ মানুষের জন্য কষ্টকর তাই ইসলামি পণ্ডিতগণ কুরআন ও হাদিসের দিকনির্দেশনাগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একটি মাসালা গ্রন্থ রচনা করেন। এ সকল পণ্ডিতগণ চারটি দলে বিভক্ত।
2. রহিম ও করিম দুই ভাই। তাদের আদর্শ বিপরীতমুখী। আস্তিক হিসেবে রহিম সালাত আদায় করে অনাহারীদের খাবার দেয়। করিমের আদর্শ ও চরিত্র তার ভাইয়ের পুরো বিপরীত। রহিম সম্পর্কে ইমাম সাহেব বলেন তিনি সফলকাম।
3. সনির ছেলে জনির ছেলেকে বেদম প্রহার করছে। এটা দেখে ইমাম সাহেব লোকদের বললেন, সনির ছেলেকে সাহায্য কর। সবাই তো অবাক! তারা ভাবছিলেন জনির ছেলেকে সাহায্য করতে হবে। পরে ইমাম সাহেব জনিকে বলেন, দ্বীনদার ছেলেকে তোমার ছেলের বন্ধু বানিয়ে দাও।
4. দুজনেই মাযহাবের প্রতিষ্ঠাতা। প্রথমজনের জন্ম ৮০ হিজরিতে। পিতার নাম সাবিত। দ্বিতীয়জন এর জন্ম ১৫০ হিজরিতে, তার পিতার নাম ইদ্রিস।
5. (i) আল্লাহ তাদের অন্তঃকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। (ii) আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি।