1. জেরিন সবকিছুতেই সৌন্দর্য খুঁজে বেড়ায়। সে ছবি আঁকে, গান গায়। তার বাবা হারুন সাহেব একজন আদর্শ শিক্ষক। তিনি গ্রামের সকল মানুষকে ভালোবাসেন এবং বিপদে সাহায্য করেন। তিনি নিজের লাভের কথা কখনো চিন্তা করেন না। তিনি গ্রামে একটা স্কুল ও মসজিদ স্থাপন করেন।
2. দৃশ্যকল্প-১: রিতার বয়স ৮ বছর। একটি বুদ্ধি অভীক্ষায়। সে ৯ বছর বয়স উপযোগী সকল প্রশ্নের সঠিক উত্তর দেয় এবং ১০ বছর বয়স উপযোগী ৩টি প্রশ্নের সঠিক উত্তর দেয়। 4 দৃশ্যকল্প-২
3. জুনায়েদ একজন আলোকিত মানুষ। সে সৎ, নির্ভীক এবং দেশপ্রেমিক। তার মা-বাবা ছোটবেলা থেকে কঠোর নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে বড় করেছেন। সে তার শিক্ষক ও সহপাঠীদের থেকে অনেক কিছু শিখেছে। এটি তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছে। তার ডাই নবীন ব্যবসায়-বাণিজ্যে খুবই আগ্রহী।। সে প্রচুর সম্পত্তির মালিক হতে চায়।
4. দৃশ্যকল্প-১: আকাশের প্রকৃত বয়স ১৬ বছর। তার মানসিক বয়স ৯ বছরের মতো । তার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কম। । তবে তার কোনো শারীরিক বৈকল্য নেই। সে অন্যের সাহায্য ছাড়াই জীবন-যাপন করতে পারে।
দৃশ্যকল্প-২:
5. কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায়। দীপার নানা ধরনের অসুস্থতা এবং আবেগীয় সমস্যা দেখা দিয়েছে। অপরদিকে তার বোন লিলি ভালো বেতনে একটি চাকরি পেয়েছে, কিন্তু চাকরিস্থল খুবই দুর্গম বন অঞ্চলে। লিলি সিদ্ধান্ত নিতে পারছে না।